শাকিব-শ্রাবন্তীর শিকারি ছবির গান প্রকাশ
আপডেট: ২০১৬-০৬-১৭ ২০:৩৮:৩৯

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী জুটি গড়েছেন ‘শিকারি’ চলচ্চিত্রে। আগামী ঈদে এই সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তির আগেই নানাভাবে আলোচনা তৈরি করেছে সিনেমাটি।
সিনেমা মুক্তির আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ‘শিকারি’ চলচ্চিত্রের একটি গানের ভিডিও। ‘হারাবো তোকে’ শিরোনামের গানটিতে দেখা গেছে শাকিব-শ্রাবন্তীর খুনসুটি আর মান অভিমান।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি প্রযোজনা করেছে।
এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করছেন— বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













