দূর্গাপূজায় জামায়াতের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা
আপডেট: ২০১৫-১০-১৯ ১৮:৪৭:২৮
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
সোমবার গড়ণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি হিন্দু সম্প্রাদায়কে এ শুভেচ্ছা জানান।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, নিজ নিজ ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করা দেশের সকল ধর্মাবলম্বী মানুষের সাংবিধানিক অধিকার। আমরা সকলের ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের জনগণ আবহমানকাল থেকে সকলেই নিজ নিজ ধর্মকর্ম নিয়ে সুখ-শান্তিতে বসবাস করে আসছে। বাংলাদেশে সম্প্রদায়িকতার কোন স্থান নেই। আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে সকলেই দৃঢ় সংকল্পবদ্ধ।
“হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন দুর্গাপূজা শান্তি-শৃঙ্খলা ও পূর্ণ নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে সে ব্যাপারে আমরা ইতিপূর্বে বিবৃতি দিয়েছি বলেও জানান তিনি।”