হিলিতে কেজিতে ৭-৮ টাকা কমেছে পেঁয়াজের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০১ ১০:১৯:২৪
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পা৭চদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা করে। চাহিদার তুলনায় আমদানি কমায় দাম আবারো ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়া ভারতের বাজারে মূল্যবৃদ্ধিও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান তারা।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হয়। কিন্তু বর্তমানে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দরে এ জাতের পেঁয়াজ ৫৬-৫৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা পাঁচদিন আগেও ৪৯-৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় অনেকটা কমে এসেছে। আগে প্রতিদিন ৪০-৫০ ট্রাক আমদানি হলেও বর্তমানে তা কমে ১০-১৫ ট্রাকে নেমেছে।’
এনজে