লন্ডনে সাদিকের আসনে এমপি হলেন রজিনা
প্রকাশ: ২০১৬-০৬-১৮ ১০:১৯:৩৩

লন্ডনের মেয়র পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের আসনে এবার এমপি হলেন রজিনা আলিন খান। তিনিও পাকিস্তানি বংশোদ্ভূত। বৃহস্পতিবারের উপনির্বাচনে সাউথ লন্ডনের টুটিং আসনে তিনি বিজয়ী হয়েছেন।
রজিনা আলিনের লেবার পার্টির ১০০তম নারী এমপি হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দলটির আরেক নারী এমপি জো কক্সকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। যে কারণে ৯৯ নম্বরেই থেকে যেতে হচ্ছে রজিনাকে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর লেবারের আরেক নারী এমপি বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রজিনা আলিনকে অভিনন্দন জানান।
পাকিস্তানি বাবা ও পোলিশ মার সন্তান রজিনা স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক ও কাউন্সিলর। তিন ও এক বছর বয়সী দুই সন্তানেন জননী রজিনার স্বামী ওয়েলসের নাগরিক।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













