দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে কেজিতে ৩ টাকা কমেছে পেঁয়াজের দাম। রবিবার প্রতি কেজি পেঁয়াজের দর নেমেছে প্রকারভেদে ৫৩-৫৪ টাকায়। শনিবার পণ্যটি বিক্রি হয়েছিল ৫৬-৫৭ টাকায়। দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
আমদানি বাড়ায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে দাম কমতে শুরু করেছে পণ্যটির। আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দুদিন বন্ধের পর শনিবার বন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় অনেকটা বেড়েছে। আগে ১০-১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও গতকাল একদিনেই ৪৭টি ট্রাকে ১ হাজার ৩৯৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।’
পেঁয়াজ কাঁচামাল হওয়ায় রোদ-বৃষ্টিতে দ্রুত পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বন্দর কর্তৃপক্ষের কাস্টমস প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সোহরাব হোসেন।
এনজে