ঈদে শাকিবের সঙ্গে শাকিবের যুদ্ধ
প্রকাশ: ২০১৬-০৬-১৮ ১২:০২:১৩

ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনার পাল্লা ততটাই ভারি হচ্ছে। কোন কোন ছবি মুক্তি পাচ্ছে ঈদে- এটা নিয়ে চিত্রাঙ্গন মুখরিত। কিছুটা তটস্থও বটে। কিছুদিন আগেও পাঁচটি ছবি মুক্তির মিছিলে ছিল।
ছবিগুলো হচ্ছে ‘শিকারি, বাদশা, সুলতানা বিবিয়ানা, মেন্টাল ও সম্রাট। এরমধ্যে সুলতানা বিবিয়ানা ঈদে মুক্তির মিছিল থেকে সরে গেছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ ছবিটি আগামী কোরবানির ঈদে মুক্তি দেয়া হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। এ ছবিতে অভিনয় করেছেন বাপ্পি সাহা ও আঁচল।
অন্যদিকে বাদশা ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। বাকি তিনটি ছবিই শাকিব খান অভিনীত। অর্থাৎ শিকারি, মেন্টাল ও সম্রাট- এ তিনটি ছবিতেই নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান।
এরমধ্যে আবার সেন্সর বোর্ড কর্তৃক নাম জটিলতায় ‘মেন্টাল’ হয়ে গেছে ‘রানা পাগলা’। এ নিয়ে শাকিবসহ ছবি সংশ্লিষ্ট সবাই ক্ষোভ প্রকাশ করলেও সেন্সর সনদ পেয়েছে ‘রানা পাগলা’ নামেই।
মূলত বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ’-এর শিকারি ছবিটি মুক্তি দেয়ার জন্য কিছুদিন আগে এ প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত ‘নিয়তি’ ছবিটিকে একেবারেই ছেড়ে দেয়া হয়েছে। কারণ কলকাতায় মুক্তিপ্রাপ্ত এ ছবিটি এরইমধ্যে পাইরেসি হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে নিয়তি মুক্তি পেলে সেটা যে সফলতা পাবে না এটা নিশ্চিন্তেই বলা যায়।
অন্যদিকে একই প্রতিষ্ঠানের বাদশা ছবিটিও ঈদে মুক্তি পাবে। পাশাপাশি ‘শিকারি’কেও তারা ঈদের জন্য প্রস্তুত করেছেন। বাদশা ছবিতে জিৎ অভিনয় করলেও শিকারি নিয়ে বাংলাদেশী দর্শকদের আগ্রহ বেশি। কারণ এ ছবির নায়ক শাকিব খান। সুতরাং ঈদে যুদ্ধের মাঠে জিৎ যে সফলতা পাবে না সেটা সহজেই অনুমেয়।
অন্যদিকে শাকিব খান অভিনীত ‘সম্রাট’ ও ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ ছবি দুটি ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছবির প্রযোজকদ্বয়ও ঈদে নিজেদের ছবি মুক্তি দেয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। স্বভাবতই বলা যায়, কলকাতার নায়ক জিতের পরিবর্তে বাংলাদেশের নায়ক শাকিব খানই নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈদে আবির্ভূত হচ্ছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













