ফরিদপুরের পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন রাজবাড়ীর পরিবহন মালিক গ্রুপ। সোমবার (২ অক্টোবর) ভোর থেকে এই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় তারা। বিষয়নি নিশ্চিত করেছেন রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
জানা গেছে, রাজবাড়ীর কোন বাস পদ্মা সেতু দিয়ে যেতে পারে না। কিন্তু রাজবাড়ী দিয়ে ফরিদপুরের অনেক বাস চলাচল করে। তাদের সুবিধামতো যাত্রী তোলেন। এতে রাজবাড়ীর বাস মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে আগে সংঘর্ষের ঘটনা ঘটে। গত মাসে বাস-ট্রাক ওনার্স মালিক অ্যাসোসিয়েশনের সাথে প্রশাসনের বৈঠকের পর বাস চলাচল শুরু হয়। সেখানে সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন কর্তৃপক্ষ রাজবাড়ী থেকে দুটি ট্রিপ চালাবে। সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা একাধিক বাস পরিচালনা করেন। দ্বন্দ্বের জেরে আবারো বাস চলাচল বন্ধ করে দেয় রাজবাড়ীর পরিবহন মালিক গ্রুপ।
বাস চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন।
রাজবাড়ীর পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে বাস রাজবাড়ীর উপর দিয়ে কোন বাস চলাচল করতে দেওয়া হবে না। প্রয়োজনে রাজবাড়ীর সব সড়ক অবরোধ করা হবে।
এম জি