শুরু হচ্ছে অরিনের ফিফটি ফিফটি লাভ
আপডেট: ২০১৬-০৬-১৮ ১৬:৩১:৪৩

বর্তমান সময়ের বহুল পরিচিত ও জনপ্রিয় নায়িকা নিশাত জারিন অরিনের ফিফটি ফিফটি লাভের স্যুটিং শুরু হচ্ছে আগামী সোমবার। সানবিডির সাথে একান্ত আলাপকালে অরিন একথা জানান।
ফিফটি ফিফটি লাভ ছবির পরিচালক মকুল নেত্রবাদী। এ ছবিতে অরিনের বিপরীতে অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ। আর ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে মধুমিতা প্রডাক্টশন।
এছাড়াও সময়ের আলোচিত চিত্রনায়িকা অরিন সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন আরো কয়েকটি নতুন ছবিতে। ছবিগুলো হলো, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত নতুন ছবি ”বিধ্বস্ত”। এবং মোহাম্মাদ আসলাম পরিচালিত “আমার সিদ্ধান্ত”।
অরিনের এই নতুন ছবি ‘বিধ্বস্ত’তে অরিনে বিপরীতে রয়েছেন চিত্রনায়ক কাজী মারুফ। ‘আমার সিদ্ধান্ত’ ছবিতে অরিনের বিপরীতে অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ ও আশিক চৌধুরী। আর এ ছবিতে খলনায়ক হিসেবে অভিনয় করছেন এক সময়ে জনপ্রিয় নায়ক অমিত হাসান।
ছবি নিয়ে এই নায়িকা বলেন, আগামী ২০ জুলাই সোমবার ফিফটি ফিফটি লাভ ছবির স্যুটিং করছি। ছবির কাহিনী ভাল হওয়ায় কাজটি করছি। আশা করছি দর্শকদের এই ছবিটি দেখে ভাল লাগবে।
বিধ্বস্ত ছবি সম্পর্কে অরিন বলেন,কাজী মারুফ ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় ছবি। এই ছবিতে আমাকে একেবারেই অন্যরকমভাবে দেখা যাবে। আমি আশাবাদী দর্শকরা বড় পর্দায় এই নতুন অরিনকে দেখে মুগ্ধ হবেন।
বিধ্বস্ত ছবিটি আগামী কুরবানীর ঈদে মুক্ত পাবার সম্ভবনা রয়েছে বলেও জানিয়েছন এই নবাগত নায়িকা।
অরিন বলেন, ‘আমি আসলে সব ধরনের ছবিতে কাজ করতে চাই। হাতে যেকয়টি ছবির কাজ রয়েছে। এগুলো সবই বাণিজ্যিক ধারার ছবি। আশা করছি দর্শক ভালো ভাবেই আমাকে গ্রহণ করবে।’
তিনি বলেন, আমি সব সময় দর্শকদের ইচ্ছা ও ভালবাসার উপর জোর দিয়ে থাকি। আমি আশা করছি দর্শক তাদের ভালবাস দিয়ে আমাকে অনেক দূরে নিয়ে যাবেন।
২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতার মাধ্যমে এ অঙ্গনে পা রাখেন এই উর্বসী। যদিও লেখাপড়ার ব্যস্ততার কারণে শুরুতে মিডিয়ায় তার উপস্থিতি ছিলো কম। তবে মডেলিং নিয়ে ঠিকই ব্যস্ত ছিলেন। এ কারণে লাক্সের পর কম-বেশি যতটুকু সময় মিডিয়াতে দিয়েছি তার বেশির ভাগই ছিলো মডেলিং নিয়ে।
উল্লেখ্য, এর আগে নায়িকা অরিনের অভিনীত প্রথম ছবি ‘ছিন্নমূল’ ছবিটি ব্যপক দর্শক প্রিয়তা পেয়েছিল। এ ছবিতে অরিনের বিপরীতে অভিনয় করেছিলেন কাজী মারুফ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













