রিও ডি জেনিরোতে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ জারি
প্রকাশ: ২০১৬-০৬-১৮ ১৪:৫৪:৪৯

ব্রাজিলের গুরুত্বপূর্ণ রিও ডি জেনিইরো রাজ্যে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিশ্বের সবচে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস শুরু হওয়ার ৫০ দিনেরও কম সময়ের আগে এই ঘোষণা দেয়া হল।
শুক্রবার রাজ্যটির অন্তর্বর্তীকালীন গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস বলেন, ‘গুরুতর অর্থনৈতিক সঙ্কটের’ কারণে এই ক্রীড়া আসরকে যথাযথ সম্মান জানানোর যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা থেকে পিছু হটতে পারে রাজ্যটি। অলিম্পিক গেমসের সরকারি তহবিলের সিংহভাগ এসেছে রিও ডি জেনোরো রাজ্যের সরকারের কাছ থেকে।
এবার কর আদায় কম হওয়ায় বিশেষ করে তেল শিল্প থেকে আশাররূপ কর আদায় না হওয়ার কারণে রাজ্য জুড়ে ব্যাপক মন্দা দেখা দিয়েছে বলে রাজ্যে গভর্নর জানিয়েছেন। ফলে রিও রাজ্য সরকারের কর্মচারী এবং অবসরভোগীদের অপরিশোধিত মজুরি বকেয়া হয়েছে। এটি হাসপাতাল ও পুলিশ স্টেশনগুলোতেও মারাত্মক প্রভাব ফেলেছে।
তবে অলিম্পিক আসরকে সামনে রেখে ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ গ্রহণ করা হবে যা ‘প্রয়োজনীয় সব গণসেবা খাতে’ প্রভাব ফেলবে বলে তিনি জানিয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। রাজ্যটি চলতি বছর ৫৫০ কোটি মার্কিন ডলার বাজেট ঘাটতি দেখিয়েছে।
এবারের অলিম্পিক আসরে গণসেবা খাতের অধিকাংশ তহবিলের যোগান দেওয়ার কথা রিও’র নগর সরকারের। আর পরিবহন ও পুলিশিসেবা দেওয়ার কথা রাজ্য সরকারের। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মিশেল তেমেরও উল্লেখযোগ্য আর্থিক সহায়তার অঙ্গীকার করেছিলেন।
বর্তমানে এক ধরনের কঠোর কৃচ্ছতার মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। গর্ভনরের এই অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারের জরুরি তহবিল অবমুক্ত করার ক্ষেত্রে গতির সঞ্চার হতে পারে।
চলতি বছরের আগস্ট থেকে ব্রাজিলের রিও দে জেনেইরো শহরে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক। এই আসরকে কেন্দ্র করে সেখানে ৫ লাখ বিদেশি পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













