স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোঃ শহীদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
সোমবার (২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোঃ শহীদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। অনুকূলে এক বছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী আঠারো মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্ডসহ অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
এম জি