যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকনমিক মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স বাংলাদেশ এর পরিচালক ও অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মোঃ ফজলে রাব্বি।
সোমবার (২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স বাংলাদেশ এর পরিচালক (যুগ্মসচিব) ড. মোঃ ফজলে রাব্বিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকনমিক মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি