বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে আগুনে পুড়ে গেছে শতাধিক বসতঘর, দোকান ও ঝুটের গুদাম। বুধবার (৪ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ঘুম থেকে ওঠার আগেই কলোনির উত্তর দিক থেকে আগুন লাগে। বাতাস থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিক। তাদের অভিযোগ, বাতাসের সাথে ঝুটের গুদামের কারণে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।
এম জি