হাসপাতাল থেকে বাসায় ফিরলেন শুভ

প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৬:৪৮:৩০


suhrawardi-shuvoইংল্যান্ড সফরের আগেই মাথায় বল লেগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লঙ্কান টেস্ট দলের ওপেনার কুশল সিলভা। তবে এবার বলের আঘাতে নয়, বুকে ব্যথার  কারণে হাসপাতালে ভর্তি হলেন শ্রীলঙ্কার পেসার শামিন্দা ইরাঙ্গা। রোববার শ্রীলংকা দলের ক্রিকেট বোর্ড তার হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ধামিকা প্রসাদ এবং দুশমান্ত চামিরার ইনজুরির কারণে শ্রীলঙ্কার টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন ইরাঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করে ম্যাচ পরিচালনাকারী আম্পায়াররা। পরবর্তীতে লাফবার্গ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাকশন পরীক্ষা দেন ইরাঙ্গা।

কিন্তু ওয়ানডে সিরিজ শুরুর আগেই ঘটলো বিপত্তি। আর মাত্র দু দিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নামার কথা রয়েছিল তার। কিন্তু হঠাৎ করে বুকে ব্যথা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে অবস্থা কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

সানবিডি/ঢাকা/এসএস