ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৬ ১৪:১৮:০৯


এশিয়ান গেমস ক্রিকেটে প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ৯৭ রানের লক্ষ্য ৬৪ বল হাতে রেখেই টপকে যায় ভারত।

হাংজুতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে মাত্র ২১ রান তুলতেই হারাতে হয় টপ অর্ডারের তিন ব্যাটারকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৯৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জাকের আলীর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। আর ২৩ রান করেন পারভেজ হোসেন ইমন। ভারতের পক্ষে সাই কিশোর ৩টি ও ওয়াশিংটন সুন্দর নেন ২টি উইকেট।

জবাবে শূন্য রান করে জশস্বী জয়সওয়াল ফিরলেও তাণ্ডব চালান রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। সমান ২৬ বলে ভার্মা করেন ৫৫ রান এবং গায়কোয়াড় অপরাজিত থাকেন ৪০ রান করে। ৬৪ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয়ে আসরের ফাইনাল নিশ্চিত করে ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বিজয়ী দল।

এই হারের কারণে বাংলাদেশকে নামতে হবে ব্রোঞ্জের লড়াইয়ে। ব্রোঞ্জ জয়ের জন্য খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। চলমান এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের মেয়েদের।

এম জি