ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩২ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ৩২ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– রেনউইক যজ্ঞেশ্বরের ১৪.৩০ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৯৬ শতাংশ, বিচ হ্যাচারির ৭.২৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.২৫ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.১৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.০৩ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস