বিদায়ী সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরণের সূচকই কমেছে। সূচকের সাথে বাজার মূলধনও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ২৩ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি ১৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৬৯৮ কোটি ২৮ লাখ ৯১ হাজার ২০১ টাকা কমেছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৫২১ কোটি ৩৭ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ২ হাজার ১৩৭ পয়েন্টে।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির , দর কমেছে ১২০টির এবং ২০৫টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.১৭ পয়েন্ট এবং সিএসআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৫ পয়েন্টে, ১ হাজার ৩০৬ পয়েন্টে এবং ১ হাজার ১৬৫ পয়েন্টে।
সপ্তাহটিতে সিএসইতে ৬৬ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ০১২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার ৮৬৮ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮০ টাকা।
সপ্তাহটিতে সিএসইতে ২৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির , দর কমেছে ৮২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১২৯টি কোম্পানির।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস