৬ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর
প্রকাশ: ২০১৬-০৬-১৯ ২০:৪৪:০৬

বিপিএলের তৃতীয় আসরের মতো পরেরটির জন্য যে দুই বছর অপেক্ষা করতে হবে না, তা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আজ রবিবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, চতুর্থ আসর শুরু হবে আগামী ৬ নভেম্বর।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বিপিএল শেষ হতেই সেই সিরিজের প্রস্তুতি নিতে হবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের।
সর্বশেষ বিপিএলের তৃতীয় আসরে অংশ নিয়েছিল ছয়টি ফ্র্যাঞ্চাইজি। সেই বার বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












