শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
পটুয়াখালীর বাউফলে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান
প্রকাশিত - অক্টোবর ৭, ২০২৩ ৭:২১ পিএম
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. পটুয়াখালীর বাউফলে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। আজ ০৭ অক্টোবর শনিবার মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম, ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বাউফল, বগা, ধুলিয়া, নওমালা, কনকদিয়া, সূর্যমনি, কেশবপুর, কাছিপাড়া, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষকদের মাঝে দশটি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান। মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখার প্রধান গোলাম মাওলা, ভোলা শাখার প্রধান মওদুদ আহমেদ, পটুয়াখালী শাখার প্রধান মোঃ মোসলেহ উদ্দীন, কালাইয়া শাখার প্রধান মোঃ আল মামুন, কালিশুরী বাজার উপশাখা প্রধান মোঃ আলমগীর হোসেন ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিপূর্বে ০৩ আগস্ট ২০২৩ইং তারিখ উপজেলার অবশিষ্ট ৫টি ইউনিয়নের কৃষকদের মাঝে ৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.