আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, অর্থনৈতিকভাবে আমেরিকা যদি স্যাংশন দেয়, তাহলে আমরাও দেখব কীভাবে এটি মোকাবিলা করা যায়। আমাদের সরকার ন্যায়ের পথে, সত্যের পথে আছে। বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজেই স্যাংশন দিয়ে আমাদের সামগ্রিক উন্নয়নের ধারাকে তারা নিভৃত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উন্নয়নের অভিযাত্রা অব্যাহত থাকবে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়িতে দোখলা রেস্টহাউসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বন বিভাগের দুটি ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, যত ষড়যন্ত্রই হোক, এ দেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক, দেশীয় ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করব। ভিসা নীতি বা স্যাংশন যে দিয়েছে, তা ব্যক্তিগত কয়েকজনকে দেবে। ১৭ কোটি মানুষের দেশে কয়জনকে তারা স্যাংশন দেবে? কয়জন মানুষ আমেরিকা যায়? গুলশান-বনানীর বড়লোকের ছেলেরা যায়। তারা না যেতে পারলে বাংলাদেশের কোনো বড় ক্ষতি হবে না। দু-একজন মন্ত্রী না গেলেও কোনো ক্ষতি হবে না। আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। ভিসা নিয়ে আমেরিকা যেতে পারব না। এটি আমাদের কাছে কোনো বিষয় নয়।
কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসার জন্য আবারও জ্বালাও-পোড়াও করতে চায়, আবার যদি তারা হরতাল, ট্রাকে আগুন দেয়– তাহলে তাদের শিক্ষা দেওয়া হবে। বিএনপি যতই লম্ফঝম্প করুক, সংবিধানের আলোকেই নির্বাচন হবে। গণতন্ত্রের অর্থ এই নয়, যা খুশি তা-ই করবেন। মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছি, শপথ নিয়েছি সুন্দরভাবে দেশ চালাব।
তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচন বানচাল করার জন্য একটি বড় রাজনৈতিক দল নানা হুমকি ও ষড়যন্ত্র করছে। অক্টোবরে নাকি তাদের চূড়ান্ত খেলা। ২০১৩, ২০১৪, ২০১৫ সালে দেশে যে সহিংসতা-সন্ত্রাস তারা করেছে, এ ধরনের আন্দোলনে তারা যদি আবার যায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী মোকাবিলা করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।
এএ