হিলিতে কেজিতে ৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৮ ০৯:১৯:০৮
দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে ৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকলেও বৃষ্টিতে সরবরাহ কমায় পাইকারি বাজারে দাম বেড়েছে পণ্যটির। দুদিন আগেও পেঁয়াজের বিক্রয়মূল্য ছিল কেজিতে ৫৩-৫৪ টাকা। গতকাল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭-৫৮ টাকায়। দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণটা ওঠানামা করছে। কোনোদিন বাড়ছে, আবার কোনোদিন কমছে। অন্য সময়ে দৈনিক ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ২৫-৩৫ ট্রাকে নেমেছে
এনজে