রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় ভাড়া বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি জানান, বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
জাওয়াদ বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এম জি