টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৯ ১৪:১৯:১৬


বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে শক্তিশালী নিউজিল্যান্ড। সোমবার (৯ অক্টোবর) টস জিতে বোলিংয়ের করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য কিউইদের।

অন্যদিকে, পাকিস্তানের কাছে ৮১ রানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নেদারল্যান্ডস। নিউজিল্যান্ডের চেয়ে শক্তির বিচারে পিছিয়ে থাকলে চমক দেখাতে চায় ডাচরা।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরি এবং ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ড একাদশ

বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, সায়ব্র্যান্ড এঞ্জেল্ব্রাখট, রলফ ভ্যান ডার মারউই, র‍্যায়ান ক্লেইন, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি’তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

এম জি