৬ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- সাতক্ষীরা, টাঙ্গাইল, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়া। সোমবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ সরোয়ার হোসেনকে সাতক্ষীরার এডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ সারওয়ার মোর্শেদকে টাঙ্গাইলের এডিসি, বিআরটিএ ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) সমর কুমার পালকে সুনামগঞ্জের এডিসি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ ইমরান হোসেনকে লক্ষ্মীপুরের এডিসি, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সীমা শারমিনকে পঞ্চগড়ের এডিসি এবং লক্ষীপুর রামগতির উপজেলা নির্বাহী অফিসার এস. এম. শান্তুনু চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
এম জি