বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩৬৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। এ দিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মালানের সেঞ্চুরি, বেয়ারস্টো ও রুটের হাফ সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। মূলত শেষ ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ৪০০ পার হওয়া ঠেকিয়েছে বাংলাদেশের বোলাররা।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। জনি বেয়ারস্টো এবং মালান গড়েন ১০৭ বলে ১১৫ রানের জুটি। বেয়ারস্টোকে বোল্ড করে ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আউট হওয়ার আগে বেয়ারস্টো খেলেন ৫৯ বলে ৫২ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।
তবে চলতি বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো করা দাউয়িদ মালান। মেহেদি হাসানের বলে বোল্ড হওয়ার আগে ১০৭ বলে ১৪০ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১৬ চার ও ৫ ছক্কায়।
বেয়ারস্টো ফেরার পর জো রুটের সঙ্গেও শতরানের জুটি গড়েছেন মালান। অর্ধশতক তুলে নিয়েছেন জো রুটও। শরিফুলের বলে মুশফিকের কাছে ক্যাচ আউট হওয়ার আগে আটটি চার ও এক ছক্কায় ৬৮ বলে ৮২ রান করেন রুট। তবে এরপরে দলের হাল ধরতে পারেননি অন্য কোনো ব্যাটার। অধিনায়ক বাটলার ও হ্যারি ব্রুক দুজনেই আউট হয়েছেন ব্যক্তিগত ২০ রান করে।
ইংল্যান্ডের হয়ে ছয়ে ব্যাট করতে নামা লিয়াম লিভিংস্টোন গোল্ডেন ডাক মেরে বোল্ড আউট হয়েছেন শরিফুলের বলে। আটে নামা স্যাম কারানও ইনিংস বড় করতে পারেননি। ১৫ বলে এক ছক্কায় ১১ রানে মেহেদির শিকার হন তিনি। ৭ বলে ১১ রানে আদিল রশিদকেও ফেরান মেহেদি। তাসকিনের শিকার হওয়ার আগে ক্রিস ওকস করেন ১১ বলে ১৪ রান।
ম্যাচে বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন স্পিনার শেখ মেহেদি হাসান। তিনটি উইকেট নেন শরিফুল ইসলাম। অধিনায়ক সাকিব ও তাসকিন নিয়েছেন একটি করে উইকেট।