এক ডিমে চার কুসুম!
আপডেট: ২০১৫-১১-০৭ ২৩:০৫:৩২

ডিমে সাধারণত একটি কুসুম থাকে। মাঝে মধ্যে জোড়া কুসুমও দেখা যায়। সেই অবধি ঠিক আছে, তাই বলে চার কুসুমের ডিম! ভাবার দরকার নেই, ইংল্যান্ডে গত সপ্তাহে এক আশ্চর্য ডিম পাওয়া গিয়েছে। সাধারণ ডিমের চেয়ে প্রায় তিনগুণ বড় এবং প্রায় চার আউন্স ওজনের ওই ডিমে ছিল চারটি কুসুম। অবশ্য ২০১০ সালে এ ধরনের একটি ডিমের খবর পাওয়া গিয়েছিল নিউক্যাসেলে।
বিশেষজ্ঞদের মতে, মুরগির একটি ডিমে দুটি কুসুম পাওয়ার ঘটনা খুব কম ঘটে। ০.১ শতাংশ ক্ষেত্রে এমনটি হতে দেখা যায়। প্রতি ১১০০ কোটি ডিমের মধ্যে একটিতে হয়তো চারটি কুসুম থাকতে পারে। চারটি কুসুম পাওয়ার প্রতিটি ঘটনাই ইংল্যান্ডের। তবে এবার চার কুসুমের একটি ডিম পাওয়া গিয়েছে চিনে। সানকি প্রদেশের জিয়ান শহরে বসবাসকারী ইয়ান নামে এক মহিলা ডিমটা খুঁজে পেয়েছেন। চিনের সংবাদসংস্থা পিপল ডট সিএনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়ান তার পরিবারের জন্য রাতের খাবার তৈরির সময় ডিম ভেঙ্গে সেখানে চারটি কুসুম দেখে অবাক হন। বিশেষজ্ঞরা জানান, একটি ডিমে চারটি কুসুম পাওয়ার ঘটনা খুব কম ঘটে। তবে একটি ডিমে সর্বোচ্চ নয়টি কুসুম পাওয়ার ঘটনাও ঘটেছে।
ওই প্রতিবেদন সূত্রে খবর, সাধারণ ডিমের সঙ্গে এর তেমন কোনও পার্থক্য ছিল না। এর ওজন ও আকার ছিল স্বাভাবিক ডিমের মতোই। ভাঙ্গার আগে দেখে বোঝার উপায় ছিল না যে এর মধ্যে একাধিক কুসুম থাকতে পারে।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













