ঢাকায় আসছেন শ্রাবন্তী
আপডেট: ২০১৬-০৬-২১ ১০:৫৪:১৩

ঢাকায় আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মঙ্গলবার সকাল ৯টার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কতৃপক্ষ।
যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী সিনেমায় শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শ্রাবন্তী। ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে প্রচারণার জন্য তার ঢাকা সফর।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা শুভ বলেন, ২ দিনের এই সফরে ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘শিকারী’র প্রচারণায় ব্যস্ত থাকবেন তিনি। এ সফরে সিনেমার বিভিন্ন দিক নিয়ে সংবাদিকদের সাথে কথা বলবেন এই নায়িকা।’
তা ছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলের ঈদের প্রোগ্রামে অংশ নিবেন শাকিব-শ্রাবন্তী। দুদিনের সফর শেষে ২৩ জুন সকালের ফ্লাইটে কলকাতা ফিরে যাবেন এই অভিনেত্রী।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













