সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৭৩ বারে ২২ লাখ ৭৫ হাজার ১৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৩০৯ বারে ৯ লাখ ৭৮ হাজার ৮৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৯১৩ বারে ১৫ লাখ ১৫ হাজার ২৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৩লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি’র ৮.৭৩ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৭.০৭ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.২৫ শতাংশ, সোনালী আঁশের ৫.৭০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.৩০ শতাংশ এবং আরামিটের শেয়ার দর ৫.২৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস