প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, করোনার সময় আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রেখেছিলাম। এই সুযোগে স্কুলের কাছাকাছি কিছু মাদরাসা গজিয়ে উঠেছে। তখন অভিভাবকরা বাচ্চাদের মাদরাসায় দিয়ে কাজে যেতেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীরা প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী কমে যাওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
জাকির হোসেন বলেন, মাদরাসাগুলো আবার ভিক্ষাবৃত্তি করে দুপুরে শিক্ষার্থীদের খাওয়া দাওয়া করায়। এ সময় আমরাও নানা কারণে মিড ডে মিল বন্ধ করেছিলাম। আমরা আবারও মিড ডে মিল চালু করছি। সেই সাথে আমরা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য নতুনভাবে চিন্তা ভাবনা করছি।
তিনি আরো বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের আনন্দঘন পরিবেশে লেখাপড়া করাতে চাই। আনন্দের মধ্য দিয়ে বাচ্চারা লেখাপড়া করবে। তৃতীয় শ্রেণি পর্যন্ত আমরা পরীক্ষা উঠিয়ে দিয়েছি। নতুন কারিকুলাম করা হয়েছে। সেই কারিকুলামে আগামীতে পড়াশোনা হবে। প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনগুলো কাজ করে এক শিফটে প্রাইমারি স্কুল করার চিন্তা করছি।
এর আগে তিনি ওই বিদ্যালয়ের মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নার, রিসোর্স সেন্টার, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন প্রশ্ন করে তাদের দক্ষতা যাচাই করেন।
এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমানসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএ