

ইউরোতে নিজের জাত চেনালেন গ্যারেথ বেল। জাতীয় দলের জার্সি গায়ে ইউরোর গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। তাতের নিজ দেশের ৫৮ বছরের রেকর্ড ভেঙে ফেললেন রিয়াল মাদ্রিদ তারকা।
ওয়েলসের ফুটবল ইতিহাস বেশি সমৃদ্ধ না। সেই ১৯৫৮ বিশ্বকাপে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে খেলেছিল তারা। সেবার গ্রুপ পর্বের বাধ পার করে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। তারপর আর কোনো বড় টুর্নামেন্টে নাম লেখাতে পারেনি যুক্তরাজ্যের দলটি।
২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোতে খেলছে ওয়েলস। দলের সেরা তারকা বেলের অসাধারণ পারফরম্যান্সে ইংল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।
সোমবার রাতে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ওয়েলস। জয়ের রাতে দুটি রেকর্ড গড়েছেন বেল। বড় কোনো টুর্নামেন্টে ওয়েলসের সর্বোচ্চ গোলদাতা এখন এই ফুটবলার।
ইউরোতে বেল মোট তিন গোল করেছেন। বড় টুর্নামেন্টে তার দেশের কোনো খেলোয়াড়ের এটাই সবচেয়ে বেশি গোল। ১৯৫৮ বিশ্বকাপে ইভোর অলচার্চ দুটি গোল করেছিলেন। তাতে দীর্ঘ ৫৮ বছর ধরে তিনিই সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন ছিলেন।
শুধু নিজ দেশ নয়; ইউরোতেও অনন্য রেকর্ড গড়েছেন বেল। গত দুই ইউরোতে যা কেউ করতে পারেনি, সেটাই করে দেখালেন প্রথমবার টুর্নামেন্ট খেলার সুযোগ পাওয়া তারকা। গ্রুপ পর্বের তিন ম্যাচের প্রতিটি ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তার আগে ২০০৪ সালে চেক প্রজাতন্ত্রের মিলান বারোস ও নেদারল্যান্ডের রুড ভ্যান নিস্টেলরুই তিন ম্যাচেই গোল করেছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস