সপ্তাহের ব্যবধানে ২ শতাংশের বেশি বেড়েছে স্বর্ণের দাম

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-১৪ ১০:১৩:৪৩


চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে বাড়তির দিকে স্বর্ণের দর। সপ্তাহের ব্যবধানে ধাতুটির দাম বেড়েছে ২ শতাংশেরও বেশি। এর মধ্য দিয়ে গত মার্চের পর সর্বোচ্চ মূল্যবৃদ্ধির সপ্তাহ পার করতে যাচ্ছে স্বর্ণের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যও মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে দশমিক ৫ শতাংশ বেড়েছে। দাম স্থির হয়েছে ১ হাজার ৮৭৮ ডলার ৭০ সেন্টে। আর যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটেও বেড়েছে ধাতুটির দাম। দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৯২ ডলার ৮০ সেন্টে।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক বেড়েছে। ১২ অক্টোবর এমন তথ্য প্রকাশ হওয়ার পর ডলারের মূল্যপতন ঘটেছে। একই সঙ্গে কমেছে মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার। এতে স্বর্ণে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। বাজারে স্বর্ণের চাহিদা বাড়ায় দাম বেড়েছে মূল্যবান এ ধাতুটির।

গ্লোবাল ম্যাক্রো টেস্টিলিভের প্রধান ইলিয়া স্পিভাক বলেছেন, ‘‌ সেপ্টেম্বরে হেডলাইন মূল্যস্ফীতি সামান্য বেশি রয়েছে। তবে প্রকৃত মূল্যস্ফীতি আমাদের প্রত্যাশার নিচে অবস্থান করছে। এটি ফেডের (ফেডারেল রিজার্ভ ব্যাংক) হিসাব পাল্টে দেয়ার মতো কিছু নয়। কিন্তু লম্বা সময়ে এটা কোথায় দাঁড়ায় তাই দেখার বিষয়। এখন এটা প্রত্যাশিত যে, সুদহার আর বাড়ানো হবে না। ফেড থেকে আমরা এটি নিশ্চিত হওয়ার মতো ইঙ্গিতও পেয়েছি।’

সাম্প্রতিক এ মূল্যস্ফীতি তথ্য পাওয়ার আগেই বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চে ওঠে। এর কারণ ছিল বাজার বিশ্লেষকরা সেপ্টেম্বরের তথ্য প্রকাশ হওয়ার আগেই বাজার পূর্বাভাস দিয়েছেন। তাতে প্রত্যাশা করা হয়, মূল্যস্ফীতি নিম্নমুখী হতে থাকায় নতুন করে সুদহার বাড়ানোর কোনো প্রয়োজন নেই ফেডের। অর্থনীতি বিশ্লেষকরাও সুদহার আর না বাড়ার সংকেত দেন। এতে বন্ডে বিনিয়োগ কমিয়ে স্বর্ণের বাজারমুখী হয় মানুষ।

ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে গত ৭ অক্টোবর থেকে সামরিক লড়াই শুরু হওয়ার প্রভাব পড়ে স্বর্ণের বাজারে। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা দেখা যাওয়ায় ক্রেতারা স্বর্ণ ও তেলে বিনিয়োগ বাড়িয়ে দেন। রাজনৈতিক অস্থিরতার সময় ব্যাংক সুদহার দ্রুত পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে। অস্থির সময়ে মানুষ নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে স্বর্ণকে বেছে নেন। স্বর্ণের বাজার খুব বেশি অস্থিতিশীল হওয়ার ঝুঁকি কম থাকায় বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে ‘‌সেভ হ্যাভেন’ স্ট্যাটাস বহন করে ধাতুটি। তাই যুদ্ধ শুরু হলে চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে ২ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে স্বর্ণের, চলতি বছরের মধ্য মার্চের পর যা ছিল সর্বোচ্চ দাম বাড়ার খবর।

স্পট মার্কেটে রূপার দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২২ ডলার শূন্য ১৭ সেন্টে। প্লাটিনামের বাজার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। মূল্য স্থির হয় ৮৬৯ ডলার ৫২ সেন্টে। তবে একই সময়ে কমেছে প্যালাডিয়ামের দাম। দশমিক ১ শতাংশ কমে মূল্য নেমেছে এক হাজার ১৪৩ ডলার ৬০ সেন্টে।

এনজে