বিরোধীদের সাজা দিতে কোনো সেল করা হয়নি: আইনমন্ত্রী
আপডেট: ২০২৩-১০-১৫ ১৭:১৬:৩৮

বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিতে কোনো সেল করা হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিষয়টি জানান তিনি।
সংলাপ হতে আইনি প্রতিবন্ধকতা নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, সংলাপ হতে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। তবে নির্বাচন সংক্রান্ত কিছু আইনি বিষয় মানতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













