জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, জাপান বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে। জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু দেশ।
তিনি বলেন, দুই দেশের কূটনৈতিক বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির আরও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নও প্রয়োজন।
রোববার (১৫ অক্টোবর) বগুড়া শহরের সুজাবাদ টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি লিমিটেডের আয়োজনে জাপানী ভাষা ও কেয়ারগিভার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ইওয়ামা কিমিনোরি বলেন, টিএমএসএস দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। দক্ষ মানবসম্পদ কাজে লাগিয়ে টিএমএসএস আরও এগিয়ে যাবে।
বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের জনগণ স্বতন্ত্রভাবে এবং বিরোধী দলসহ সবাই তাদের মতো করে নির্বাচন করবে এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি বাছাই করবে। তবে ভবিষ্যতে কি ঘটবে এটা সম্পর্কে আমি নিশ্চিত না। কারণ এটা এ দেশের জনগণই ঠিক করবে।
অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও নর্দান রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূতের ফাস্ট সেক্রেটারি তাবেই ইয়াসুসি, জাপানিজ প্রতিষ্ঠান মিরাই এর সিইও আকিরা ইয়াছুটুমি, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জাপানিজ ভাষা প্রশিক্ষক খানা মানাবে, আইসিটি এবং ইনভারমেন্টের সেক্টর প্রধান নিগার সুলতানা প্রমুখ।
এম জি