হিলিতে কেজিতে ২-৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৬ ০৯:৩২:৫৪
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল পেঁয়াজের দর। তবে হঠাৎ করে একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ২-৫ টাকা। আমদানি কমে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতীয় ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ শনিবার বিক্রি হয়েছে ৪৮-৪৯ টাকা দরে। রবিবার একই জাতের পেঁয়াজের দাম উঠেছে ৫৩-৫৪ টাকায়। আর নাসিক জাতের পেঁয়াজ ৫৮ থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আকস্মিক এ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন পাইকারি ও সাধারণ ক্রেতারা।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আবারো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা কমেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে বন্দর দিয়ে ৬১টি ট্রাকে ১ হাজার ৮২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। কিন্তু শনিবার পেঁয়াজ এসেছে ৩৯ ট্রাক। এতে আমদানি নেমে এসেছে ১ হাজার ১৪৬ টনে।’
এনজে