ফিলিস্তিনের ভূখণ্ডে স্থল হামলা চালাতে ইসরায়েলি বাহিনীর প্রস্তুতি নেয়ার খবরের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে ‘বড় ভুল’।
সিবিএস নিউজের ৬০ মিনিটের পোস্ট করা একটি ভিডিও ক্লিপে বাইডেন বলেন, তিনি একটি মানবিক করিডোরকে সমর্থন করেছেন। যেটি মানুষকে গাজা থেকে বেরিয়ে আসার পাশাপাশি খাদ্য, পানিসহ মানবিক সহায়তা সরবরাহের সুযোগ দেবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি বিশ্বাস করেন না যে, হামাস ‘সমস্ত ফিলিস্তিনি জনগণের’ প্রতিনিধিত্ব করে। তিনি গ্রুপটিকে (হামাস) সম্পূর্ণরূপে নির্মূল দেখতে চান বলেও এসময় মন্তব্য করেন।
সূত্র: আল-জাজিরা