পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ২৩ ও ২৪ নাম্বার প্লট বিক্রি করবে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। ওই প্লটে একটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে, যার ৪ তলা বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর ও ১১টি ফ্লোর আছে। বর্তমান বাজার দরে এই সম্পত্তি বিক্রয় করবে কোম্পানিটি।
সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমি বিক্রয়ের সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস