স্বামীকে কোলে নিয়ে শুটিংয়ে মাহি!

আপডেট: ২০১৬-০৬-২২ ১২:০৬:২৯


চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে তো কম জল ঘোলা হলো না। তবুও নতুন জুটি বেশ সুখেই আছে। বোঝা গেল আজ সকালেই মাহির এক ফেসবুক পোস্ট দেখে। ভোরে মাহি যাচ্ছেন শুটিংয়ে। আর তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন তার স্বামী মাহমুদ পারভেজ অপু। mahiya

এতোদিনে মাহিকে নিয়ে যখন চরম হইচই হচ্ছিল তখন মাহির স্বামী কিন্তু ছিলেন বেশ আড়ালে। এবার মাহি তাকে নিয়ে এলেন প্রকাশ্যে। আর দেখালেন তার স্বামী তাকে পেয়ে কতটা সুখী।

 

a

মাহির সেই পোস্ট পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল:

‘আজকে রাস্তার জ্যামগুলোও কেন যেন সুন্দর।।।

এত দিন আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুটিং-এ যেতাম, আজকে উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে শুটিং-এ নিয়ে যাচ্ছে।।।

অপু,, তুমি একটু আস্তে নাক ডাকবা plsss

by the way

life is beautiful…. let it be!!!’