বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, প্রাইম ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন ৫ দিন বন্ধ থাকবে। সোমবার (১৬ অক্টোবর) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংকের বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তরের লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর ২০২৩ রাত ২.০০ টা (২৩ অক্টোবর ২০২৩, দিবাগত রাত) থেকে ২৮ অক্টোবর ২০২৩ বিকাল ৫.০০ টা পর্যন্ত ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং, এটিএম পরিষেবা এবং ব্রাঞ্চ ব্যাংকিং সহ যেকোনো ডিজিটাল চ্যানেলে সকল ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
ডাটা সেন্টার স্থানান্তরের মাধ্যমে প্রাইম ব্যাংক, তার গ্রাহকদের ব্যাংকিং ডাটা’র নিরাপত্তা ও ব্যাংকিং কার্যক্রম উন্নয়নের মাধ্যমে আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এএ