আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কোনো কথা নেই। প্রধানমন্ত্রী প্রয়োজনে এই মন্ত্রিসভার আকার যা আছে তাই রাখতে পারেন। আবার ছোটও করতে পারেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতোজন মন্ত্রী দরকার।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদের শেষ অধিবেশন সম্পর্কে জানতে চাওয়া হলে এসব কথা বলেন তিনি।
সংসদে আইন পাসের পাশাপাশি সব বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে জানান আনিসুল হক।
এম জি