ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মোকাদ্দেস মৃধা উরফে মোকা (৫০) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ওই বন্দির কয়েদি নম্বর ৯২৩৮/এ। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন তিনি। তবে কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানান বাচ্চু মিয়া।
এর আগে কারারক্ষী মো. সোহাগ হোসেনসহ কারারক্ষীরা তাকে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
এম জি