ক্যানসারের বিরুদ্ধে ‘NO BRA DAY’
প্রকাশ: ২০১৫-১০-১৯ ১৯:২৫:২৩

স্তন ক্যানসার সচেতনা মাস অক্টোবর। বিশ্বজুড়ে বহু মানুষ আক্রান্ত ব্রেস্ট ক্যানসারে। আর এই স্তন ক্যান্সার সচেতনায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। উদ্যোগকে নাম দেওয়া হয়েছে ‘নো ব্রা ডে’(‘No Bra Day’)। টুইটারে হ্যাশটেগে বেঁধে ফেলা হয়েছে #NoBraDay-কে। ‘নো ব্রা ডে’-তে কোনও ব্রা না পরে ছবি আপলোড করতে হবে।
উদ্যোক্তারা বলছেন অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিস (ALS) রোগের সচেতনতা বাড়ানোর জন্য যে আইস বাকেট চ্যালেঞ্জের উদ্যোগ নেওয়া হয়েছিল ‘নো ব্রা ডে’ হল সেইরকম একটা জিনিস।
আইস বাকেট চ্যালেঞ্জে বরফ জলে স্নান করার ভিডিও আপলোড করতে হত, সেখানে থেকে উঠত টাকা। সেই টাকা যেত ALS রোগের প্রতিরোধে ওষুধের গবেষণা খাতে। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। ছবি ওঠার পর কী হবে? আদৌ কী কোনও ফান্ড তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে! নাকি এটা শুধুই হুজুগ? তা নিয়ে অবশ্য শুরু হয়েছে জোর বিতর্ক।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












