

সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে টিশার্ট আর হাফপ্যান্ট পরে ইফতারের জন্য অপেক্ষা করছেন তিনি। তার ডান পাশে বসে আছেন তার স্বামী অপু। আরো দৃষ্টিকটু বিষয় হলো ইফতার সামনে নিয়ে সবাই যখন বিনয়ের সাথে অপেক্ষা করছিল তখন মাহি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। মাহির এই পোশাক-আশাক ও আচরণ ইফতারের সাথে বেমানান বলে সমালোচনায় মুখর হয়ে উঠেছে ফেসবুক। তবে মাহির ফেসবুক টাইমলাইন কিংবা ভেরিফাইড পেইজে এই ছবি আপলোড করা হয়নি। কে বা কারা ছড়িয়ে দিয়েছে এটি।
ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়- গত বুধবার সকালে মাহি কয়েকটি ছবি আপলোড করেছিলেন, যাতে দেখা যায় তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন তার স্বামী। আর এ অবস্থায় তারা শুটিংয়ে যাচ্ছিলেন। সেই ছবিগুলোয় মাহি ও তার স্বামী যে পোশাকে ছিল ইফতারের ছবিতেও একই তাদের গায়ে একই পোশাক। তাই ধারণা করা হচ্ছে, ইফতারটাও ওইদিন শুটিংস্পটেই হয়েছিল। তবে এ ব্যাপারে মাহির কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
