ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে যুক্তরাজ্য

আপডেট: ২০১৬-০৬-২৫ ১০:৪০:৫৯


bbc--Documentবেশিরভাগ ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের ৪৩ বছরের বন্ধন ছিন্ন হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্রিটেন থাকবে কি থাকবে না, তা নিয়ে যুক্তরাজ্যে বৃহস্পতিবার গণভোট হয়। গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ এবং থাকার পক্ষে পড়েছে ৪৮ শতাংশ ভোট।

বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি অন্য যেকোনো নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনের দিন আন্তর্জাতিক লেনদেনে ইউরো এবং স্টার্লিং এর দর এ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

এ গণভোটকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।