ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৫ জন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে মৃতরা হলেন, মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামের মৃত আব্দুল বারেক মোল্লার স্ত্রী আকলিমা বেগম (৭০) ও নড়াইল সদর উপজেলার কুমারখালী গ্রামের আজিজার খানের স্ত্রী রিজিয়া বেগম (৫০)।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৯৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ১২৮ জন। এর মধ্যে ১৭ হাজার ৩২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এম জি