উৎসব মুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র উদ্যোগে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর স্বনামধন্য চারটি প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফোরামের পরিচালক তৌহিদুল হক এবং সহকারী প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সদস্য সচিব আলাউদ্দিন।
ফোরামের পরিচালক তৌহিদুল হক জানান, রাজধানীর প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেনী পর্যন্ত ৩৮৭৬ জন ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগীতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি
এএ