হিলিতে কেজিতে ৩ টাকা কমেছে পেঁয়াজের দাম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-২১ ০৯:৫৭:০৮
হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা উপলক্ষে দিনজাপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে। তবে বন্ধের ঠিক আগের দিন বন্দর দিয়ে ২৭টি ট্রাকে ৮২৮ টন পেঁয়াজ এসেছে। সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে কেজিতে ৩ টাকা।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গা পূজা উপলক্ষে বন্দর দিয়ে গতকাল থেকে টানা ছয়দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে আগের দিন বৃহস্পতিবার বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হয়েছিল। দাম ছিল আগের দিনের চেয়ে কিছুটা কম। এদিন বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ৫৭-৫৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা একদিন আগে ছিল ৬০-৬১ টাকা। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ একদিন আগে ৬৬-৬৭ টাকা বিক্রি হলেও বর্তমানে ৬৩-৬৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ২৭টি ট্রাকে ৮২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’ পূজার ছুটি শেষে আবারো আমদানি-রফতানি শুরু হবে বলে জানান তিনি।
এনজে