ইংলিশদের তুলোধুনা করে রানের পাহাড় গড়লো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-২১ ১৯:১৪:৪৭


চলমান ওয়ানডে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো তুলোধুনা করেছে প্রোটিয়া ব্যাটাররা। হেনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন ৬৭ বলে ১০৯ এবং মার্কো জেনসেন ৪২ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন।

শনিবার (২১ অক্টোবর) মুম্বায়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪ রানে ২ বলে ৪ রান করে আউট হন কুইন্টন ডি কক। এরপর ক্রিজে আসেন রাসি ভ্যান ডুসেন। তাকে নিয়ে ১২১ রানের জুটি গড়েন রেজা হেনরিখস।

দলীয় ১২৫ রানে ৬১ বলে ৬০ রান করে আউট হন রাসি ভ্যান ডুসেন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক এইডেন মার্করাম। তাকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন রেজা হেনরিখস। দলীয় ১৬৪ রানে ৭৫ বলে ৮৫ রানে আউট হন হেনরিখস।

এরপর ক্রিজে আসেন হেনরিখ ক্লাসেন। তাকে নিয়ে আক্রামণাত্নক ব্যাটিং করতে থাকে অধিনায়ক এইডেন মার্করাম। দুইজনে গড়েন ৬৯ রানের জুটি। দলীয় ২৩৩ রানে ৪৪ বলে ৪২ রান করে আউট হন অধিনায়ক এইডেন মার্করাম। তার বিদায়ের পর দ্রুত ফিয়ে যান ডেভিড মিলার। ৬ বলে ৫ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসেন মার্কো জানসেন। তাকে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকেন হেনরিখ ক্লাসেন। মাঝে ৬২ বলে নিজের শতক পূরণ করেন হেনরিখ ক্লাসেন। দলীয় ৩৯৪ রানে ৬৭ বলে ১০৯ রান করেন হেনরিখ ক্লাসেন।

এরপর দলীয় ৩৯৮ রানে আউট হন গেরাল্ড কোয়েটজে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পক্ষে রেস টপলি নেন ৩টি উইকেট।

এএ