হিলিতে কেজিতে ৪০ টাকা বেড়েছে রসুনের দাম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-২২ ০৯:৫৯:৫১

দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে দেশী রসুনের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি বাজারে দেখা গেছে, পাইকারিতে বড় রসুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৬০ টাকা দরে। আর খুচরায় বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। এক সপ্তাহ আগেও পাইকারি ২২০ টাকা ও খুচরায় ২৪০ টাকা দামে বিক্রি হয়েছিল এসব রসুন। মাঝারি আকারের রসুন পাইকারিতে বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এক সপ্তাহ আগে এসব রসুন পাইকারিতে ১৭০ ও খুচরায় ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













