রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠি ডিএমপি কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রিজভী বলেন, মহাসমাবেশের সিদ্ধান্তের বিষয়ে পুলিশকে অবহিত করে চিঠি দিয়েছেন। চিঠিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার কথা বলেছি। ডিএমপি কর্তৃপক্ষ সহযোগিতা করবে বলে আশা করছি।
এদিকে, অনুমতির বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
এর আগে, গত ১৮ অক্টোবর নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামব না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধাবিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব।
অন্যদিকে, একইদিন আওয়ামী লীগও সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।
এম জি