রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের শস্য রফতানির পরিমাণ আরো কমেছে। ২০২৩-২৪ বিপণন বছরের অক্টোবরে তা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ৮ শতাংশ কমেছে। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।
এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অক্টোবরে দেশটি ৩ লাখ ৫১ হাজার টন শস্য রফতানি করেছে, যা আগের বছরে ছিল ১৩ লাখ ২০ হাজার টন। ইউক্রেন বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রফতানিকারক। দেশটির মন্ত্রণালয় অনুসারে, ২০২২-২৩ বিপণন বছরে দেশটি ২ কোটি ৯৫ লাখ টন শস্য রফতানি করেছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের সিনিয়র গ্রেইন বিশ্লেষক ভিক্টোরিয়া সিনিসিনা বলেন, ‘২০২৩-২৪ বিপণন বছরে শস্য রফতানি ১ কোটি ৯৫ লাখ টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দেশটির একটি বাণিজ্য সূত্র জানায়, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে রফতানি কমেছে।
এনজে