চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলংকা ২ কোটি ৩১ লাখ কেজি চা রফতানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৭ দশমিক ৫ শতাংশ বেশি। খবর ডেইলি মিরর।
২০২২ সালের একই সময়ের তুলনায় বাল্ক ও ইনস্ট্যান্ট ছাড়া দেশটির অধিকাংশ চায়ের রফতানি বেড়েছে। অন্যদিকে সেপ্টেম্বরে এফওবি বা ফ্রি অন বোর্ডে চায়ের দাম ১ হাজার ৬৭১ রুপিতে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে ৩১০ রুপি কমেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলংকা ১৮ কোটি ১৪ লাখ কেজি চা রফতানি করেছে। তবে তা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। বাল্ক টি, প্যাকেটজাত ও ইনস্ট্যান্ট চায়ের রফতানি নিম্নমুখী ছিল। তবে অন্যান্য পণ্যের রফতানি বেড়েছে।
শ্রীলংকা থেকে সিলন চা আমদানির দিক থেকে শীর্ষে রয়েছে ইরাক। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটি ২ কোটি ৫৮ লাখ কেজি চা আমদানি করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক।
চা উৎপাদনে বিশ্বের অন্যতম দেশ শ্রীলংকা। প্রতি মৌসুমে দেশটি ৩০ কোটি কেজি চা উৎপাদন করে থাকে। এছাড়া দেশটি উৎপাদিত চা অন্যান্য দেশে রফতানি করে থাকে।
দেশটি ২ কোটি ৩৫ লাখ কেজি চা আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৫৪ দশমিক ১৩ শতাংশ বেশি। রাশিয়া বরাবরের মতো তৃতীয় অবস্থান ধরে রেখেছে। দেশটি ১ কোটি ৭৪ লাখ কেজি চা আমদানি করেছে। সবশেষ অবস্থানে থাকা আরব আমিরাত ১ কোটি ৩১ লাখ কেজি চা আমদানি করলেও বছরওয়ারি হিসেবে তা ২১ শতাংশ কম।
এনজে